*************************************শুরুতেই বলি, আমি ভারতের কলকাতার ছেলে চাকরীর জন্য মুম্বাইতে থাকি। আমি কবিতা পড়তে খুবই ভালোবাসি। কিন্তু আমি কবিতা লিখতে পারিনা তাই লিখিনা। এই সাইটে  বহু  খুঁজে খ্যাতনামা  লেখকদের মধ্যে '''''''''জয় গোস্বমী বা সুনীল গাঙ্গুলির'''''''' কবিতা পাইনি। তাই আমার কালেকশন থেকে অন্যদের এই বিশ্ববিখ্যাত কবিদের লেখার সাথে আরও একবার পরিচয় কারানর জন্য আমার এই একাউন্ট খোলা। মনে রাখবেন এখানে একটি লেখাও আমার নয়। প্রতিটি কবিতার সাথে কবির নাম পেয়ে যাবেন।*************************
এই কবি মারা গিয়েছেন দু বছর হয়ে গেল...........।


-------------------------------------------------
কবিতাঃ   মন ভাল নেই
কবিঃ  সুনীল গঙ্গোপাধ্যায়
------------------------------------------------



মন ভাল নেই         মন ভাল নেই         মন ভাল নেই
কেউ তা বোঝে না    সকলি গোপন         মুখে ছায়া নেই
চোখ খোলা তবু       চোখ বুজে আছি       কেউ তা দেখেনি
প্রতিদিন কাটে        দিন কেটে যায়        আশায় আশায়
আশায় আশায় আশায় আশায়
এখন আমার          ওষ্ঠে লাগে না         কোনো প্রিয় স্বাদ
এমনকি নারী         এমনকি নারী
এমনকি নারী


এমন কি সুরা এমন কি ভাষা


মন ভাল নেই         মন ভাল নেই         মন ভাল নেই
বিকেল বেলায়        একলা একলা         পথে ঘুরে ঘুরে
একলা একলা পথে ঘুরে ঘুরে পথে ঘুরে ঘুরে
কিছুই খুঁজি না        কোথাও যাই না       কারুকে চাইনি
কিছুই খুঁজি না কোথাও যাই না
আমিও মানুষ         আমার কি আছে       অথবা কি ছিল
আমার কি আছে অথবা কি ছিল
ফুলের ভিতরে         বীজের ভিতরে        ঘুণের ভিতরে
যেমন আগুন আগুন আগুন আগুন আগুন
মন ভাল নেই         মন ভাল নেই         মন ভাল নেই
তবু দিন কাটে         দিন কেটে যায়       আশায় আশায়
আশায় আশায় আশায় আশায়
আশায় আশায়……