চৈত্রের কাফন
ঝলক গোপ পুলক


চৈত্রের এই কাঠফাটা রোদে
হঠাৎ যদি আমি হিটস্ট্রোকে মারা যাই
তুমি আমার লাশের উপর
পবিত্র কাফন হইয়ো পাখি।


আমার গান আর কবিতার অপেক্ষায়
নরকের ভায়োলিন
স্বর্গের দেবতা হয়তো খুঁজছে
কোনো নির্বাণ আত্মা।


আমি না হয় মাঝে মাঝে
নরকের সরস্বতীর সাথে গান গাইবো
মাঝে মাঝে কবিতা লিখে
মুগ্ধ করবো স্বয়ং মহেশ্বরকে কে।


তুমি বরং আমারে
সাড়ে তিন হাত মাটির নিচে
জড়াইয়া ধইরা ঘুম ঘুম চোখে চিৎকার দিয়া বলো
আমিই সেই রোদে পোড়া চৈত্রের কাফন।