দরজা খুলে যতবার বারান্দায় গিয়েছি,
মিশতে চেয়েছি মিহি বাতাসের সাথে ,
কে যেন জাপটে ধরে বিষাক্ত কেউটের ফণার মত ।
বাজখাঁই গলায় জানতে চায় বেঁচে থাকার হেতু।


চিবুক ঘষে ঘষে ভোতা মগজে সজোরে করাঘাত করে।
বারবার পুনরাবৃত্তির বিষাক্ত খোচায়,
আমার হ্রদপিন্ডের ফলকে খচিত হয়
ঘৃতের কুন্ডলীবদ্ধ ধোঁয়ার মত এক উদ্যত সাপের প্রতিকৃতি।


এইবার তবে দংশিব জীবন ।
শহরের মহত্তম আততায়ীর সাথে বাড়াবো সম্প্রীতি ।
যতই চোখ রাঙাক উশখুশ বারুদ সময় ,
আমি আসছি তোমার কাছে হে দূরতম চারদিক,
অশরীরি মিহি বাতাস।আমি যাত্রা শুরু করেছি।


মানুষের দুনিয়ায় স্মৃতিবমি আর কত?
বুকের ভেতর জমা অন্তর্গত খরবায়ু আর কত হবে বরফজমাট !