কৃষক ভাইয়া ঐ ছুটে যায়
লাঙ্গল নিয়ে কাঁধে,
ফসল বুনবে, ধান ওঠাবে
হরেক রকম স্বাদে।


কষ্ট করে, যত্ন করে
শ্রম দেয় তাই মাঠে,
সোনার ফসল আনবে ঘরে
বেচবে আমজুর হাটে।


স্বপ্নিল ইচ্ছা  হয়না পূরণ
বৃষ্টি দেয় হানা,
বন্যায় সব ভাসিয়ে নেয়
শুনেনা কোন মানা।


নিরাশ হয়ে কৃষক ভাইয়া
দেয় কপালে হাত,
তবুও আবার ফসল বুনে
সে যে কৃষক জাত।