আঁখি কাঁদে মোর হিয়ার টানে


এ কথা কি কেউ জানে?


কে বা কাহার খবর রাখে?


এটাই সবাই মানে !!


যদি হিয়ার মত করে প্রকাশিতে পারিতাম


মমতার খোমা খানি-


হয়তো গভিরতা কত হিয়ার মমত্ববোধের


হইতো জানা জানি।


মায়ের মত করে ছড়াতে পারেকি কেহ


ভালোবাসার বেড়াজাল?


অথচ তিনি বৃদ্ধা শিশু রহিলে


সন্তানের জঞ্জাল।


হস্ত, পদ, মুখ রাখেনা খবর


অন্তরের বেদনার


অথচ অন্তর মূর্ছে তাহাদের


সামন্য যন্ত্রণায় বারংবার।


সবারই খবর- যে হিয়া রাখিয়া


পিষে- নিরবে স্ব-প্রাণ


জানে নাকো তাহা বুঝে নাহি কেহ


কেন সে এত ম্লান।


প্রশ্ন আসিয়া ফিরিয়া আবার


নিজ্বস্থানেই রয়‘


আমারই মত কষ্টে গড়া কিগো


সবারই হৃদয়?