কোথা শুনেছ,ওহে বুদ্ধ,বলেছ যেমন কথা,
আজকার নারী রয়েছে তেমনি সাদ্ধি-সরলতায় গাথা।


সতী-সাদ্ধী গুনবতী আর সরলা বলিত যারে,
মেয়ে নামে সে তৃপ্তি প্রাণীয়,পুতিয়াছে নদীর তীরে।


কে পুতিয়াছে জানো?
বলিতে চাই সে কাহিনী,মানই বা না মানো।


মেয়েদের এক দরদী ছিল নারী মুক্তি যার নাম,
কোরআনী ভাষায় হাবিয়া বাসি কতবার দেখিলাম!


জানো কি তুমি কি করে পুতিছে?
ছলনার খেলায় কি ভাবে মেতেছে।
ঘর হতে তারে টানিয়া আনিয়া মরমে জিতিয়াছে।


শুনো তাহলে সেই কাহিনী, কি ছিল তার অমূল্য বাণী
বদ্ধ ঘরে থাকো যদি জানি, আমরণ টানিবে সর্ষে ঘানী।
থেকো না আর বদ্ধ ঘরে, বাচো নিজের মত করে।
লজ্জা নামের জড়টাকে, ছুড়িয়া আসো অন্ধকারে।


নর নামের শত্রু যারা শক্তি ওদের বেশি,
হৃদয়ে রাখিবে শত্রু ভাবিয়া,উপরে রাখিবে খুশি।
ইচ্ছামত যেভাবে খুশি বাচিতে যদি চাও,
যে গাছে যাবে,সে গাছের রং ধরিয়া প্রহসন করিয়া যাও।