ক্ষুদ্র কে ফেলে দেয়া
আর মহৎকে অপদার্থের সুর থেকে
ছাটাই করা
বিড়ালের কাঁটা বেছে খাওয়ার সামিল।
নাই বা হলো কোনো
শক্ত গঠনের কাফন
তবুও জীবন গড়াগড়ি খায়, খাবে
হাতে থাকবে পদ্মের বমি করা নীল।