মন চায় ঘোর বর্ষায় সিক্ত বসনে কাঁদা মাখা পায়ে
হাতে নেতানো ঝাল মুড়ির ঠোঙা নিয়ে তার বাড়ির সামনে দাড়াতে,
লাল পেড়ে শাড়ি জুড়ে থাকবে বর্ষাস্লাত লাজুকময় দৃষ্টির আকাশ
তার চিবুক উজ্জল করে রাখবে মিটিমিটি জ্বলা সন্ধ্যার সলতে।


নীড় খোঁজা সাদা কালো হাঁস গম্ভীর মুখে পাশ কাটিয়ে    
আমাকে শুভেচ্ছা জানাবে, কর্ত্রীর রাঙা মুখ দেখে বুঝে নিবে,
আজ বৃষ্টি এমনি এমনি হয়নি, ফোটেনি কদম ফুল অবহেলায়
সুখের শতদলেরা কিচ্ছা গাইবে রুদ্ধ বাতায়নের কোনায় কোনায়।


আঙুলের ফাঁকে দিলাম তাকে  সুখ পরানের মাদুলি,
গলায় শাপলার সুরের মালা, চোখে অপূর্ব রূপসাগরের কাজল
যৌবনের আলতা রাঙা পা, চাঁদমুখটা কামনার ভারে অবনত
আয় চলে আয় আমার মাঝারে, একসাথে কাঁদা মাখব চার পায়ে।


×××সমাপ্ত×××