ওহে, দাঁড়াও পথিক বর ।
কোথাই যাবে তুমি?
প্রতিনিয়ত সকলকে ফেলে রেখে
অজানা চিরন্তন পথে ।
তুমি কি হবেনা ক্লান্ত !
থামবেনা কোনো নিশিদিন?
ছুটে চলবে কি দিবারাত্রি ?


নেবে কি আমায় সঙ্গে?
দেব পথ পাড়ি তুর পাহাড়ির দেশে
কখনো বা নিবিড় অরণ্য
কিংবা গোবি শাহারার বুকে ।


মনে পড়ে সে বাল্যবেলা ?
বৃষ্টি ভেজা স্কুলফেরা আর
আবেগ বসে হাতটি ধরে চলা ।


তুমি কি থামবেনা পথ চলা ?
এই নিঃসঙ্গ নিরর্থক নরক যাত্রা ।


চলোনা ফিরে যায়  সেই
চাঁদনীভরা আল্পনামাখা কুঠিরে ।
ঘুরবো দুজন গভীর রাতে
রূপকথার ওই শহরে।


এসোনা বসবো দুজন
নদীর পাড়ে সূর্যাস্তের বিকেলবেলাই
গুনব ঢেউ ,
গাইবো গান
সুপ্রভাতের মিলনমেলাই ।