বাতাসে সঙ উড়ে যায়,
উথাল পাতাল ঢেউ পানিতে।
ভাবনাগুলো নিষ্প্রাণ জবানবন্দিতে ডুবে ডুবে হারিয়ে যায়।
রঙের কারসাজি সব।
সেজেছো বেশ করে।
তোমার আচল পেতে বসেছি।
ভালোবাসা কিংবা কৃতজ্ঞতার শান্তি নিয়ে।
এ ক্যামন বৃষ্টি,
মেঘ নেই, বাতাস নেই।
শুধু আঁকড়ে ধরা বিশ্বাস।
স্বপ্নের রেশ কেটেছে আরো অনেক আগে।
এখন শুধু চেয়ে থাকা নির্বাক সময়ের আশেপাশে।
সময় কাটলে রক্ত ক্ষরণ হয়না,
হৃদয় কাটলেও না।
আর আস্ফালন শরীরের ভেজা নোনতা লাল জলের।