একটা সাধারণ চুম্বন-ই তো হতে চেয়েছি।
প্রেমিক প্রেমিকার জড়িয়ে ধরা বুকের মাঝখানের উষ্ণতা হতে চেয়েছি।
একটি খাঁটি ভালোবাসার অনুভব হতে চেয়েছি।
মিলনের ঠিক শেষ মূহুর্তের বিচ্ছেদ হতে চেয়েছি।
আনন্দ অশ্রুর শেষ ফোঁটা হতে চেয়েছি।
দুইটি ভিন্ন হাতের ঘামের মিশ্রণ হতে চেয়েছি।
অসাবধানতার স্পর্শে শরীরের শিহরণ হতে চেয়েছি।
প্রথম যৌনতার অতৃপ্তি আর সহস্রতম বারের একঘেয়েমি হতে চেয়েছি।
কাজের ভীরে হঠাৎ প্রিয় মুখ আর ক্লান্তির ভীরে ঠোঁটের স্পর্শ হতে চেয়েছি।


আমি পার্কের গাছতলায় গার্ডের চোখ ফাঁকি দিয়ে নেয়া প্রিয়ার বুকের সুবাস হতে চেয়েছি।
সুখ মিলনের পর শরীরের সুখ চিহ্ন হতে চেয়েছি।
কখনো কারো সুখ মৈথুনের পর অবসাদ হতে চেয়েছি।
প্রথম 'ভালোবাসি' বলতে গিয়ে বুকের দুরুদুরু হতে চেয়েছি।
বৃষ্টি ভেজা চুলের কিংবা স্নানের পর টপটপ করে পড়া চুলের জল হতে চেয়েছি।
রান্নার সময় ঝাঝালো গন্ধওয়ালা ঘাড়ের ঘাম হতে চেয়েছি।
সমুদ্র পানিতে ভেজা কোমড়ের জল হতে চেয়েছি।
আমি একটা সাধারণ চুম্বন-ই তো হতে চেয়েছি।


#জামশেদ
#রোমেল
২৯-৩০ ভাদ্র, ১৪২৫ বাংলা।