কান্না, বাষ্প হয়ে কি ভিন্ন কোন বৃষ্টি হয়!
যদি সেটা হতো তবে আমি চাইতাম
তুমি সেই বৃষ্টিতে ভিজো।


ভিন্ন কারণের কান্নার যদি ভিন্ন রঙের বৃষ্টি হতো,
আর শুধু কান্নার পেছনের মানুষটার উপর
বর্ষণ হতো অবিরাম।
তাহলে বুঝে নিতো সবাই
তুমিও কারো কান্নার কারণ।
পৃথিবীটা ভরে যেতো কান্নার হোলিতে।


৮ আষাঢ়, ১৪২৬ বাংলা।
#জামশেদ #রোমেল