যে শহরে বৃষ্টি হয়না, তারা রামধনু বঞ্চিত।
তবু প্রতিবেশী আকাশের কল্যাণে
ঋণে জর্জরিত মেঘের কাছে রঙ গচ্ছিত।


হাঁসেদের কুচকাওয়াজ এগিয়ে আসে
ঘনিয়ে আসে শামুকের মৃত্যুকাল।
দূর্বাঘাসের অনিয়ন্ত্রিত বাড়ন্ত যৌবন
গবাদিপশুর উদরপূর্তি সকাল-বিকাল।


কলাগাছের মৃতদেহ সাক্ষী হয় নতুন সম্পর্কের,
পাটের পঁচা আঁশ থেকেই সোনালী জীবন।
সবুজ পুড়েই হয় জীবনের শস্য,
সৃষ্টির জন্য সৃস্টিকেই দিতে হয় বিসর্জন।


#জামশেদ
#রোমেল
ঈদ-উল-আজহা ১৪৪০ হিজরি। ইংরেজি ২০১৯ সাল।