এখনতো বর্ষার সময় না।
একটি দুর্দান্ত উজ্জ্বল সকাল
হঠাৎ বদলে গেলো কেনো?
নিশ্চয় তুমি মন খারাপ করে বারান্দায়
আকাশের দিকে মুখ কালো করে তাকিয়েছিলে।
তুমিতো জানো তোমার মুখের রঙেই আকাশ সাজে।
তাহলে কেনো আমার দিনটা নষ্ট করলে?


আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম একঝাঁক পাখি,
নিজের আবাস ছেড়ে তোমার আবাসের পানে।
তাহলেতো তুমি চোখ মুদে গুনগুন করছিলে
আর পাখিগুলো তালিম নিতে ছুটেছে প্রাণপণে।
মায়ায়, সুরে বেধে ফেলা বোধহয়
তোমার অভ্যাস হয়ে দাড়িয়েছে।
দেখছোনা! সাঁঝ বেলাতেও
বাড়ি ফেরার কারো তাড়া নেই।
যে সুরে বাঁধলে পরিযায়ী পাখি
আর একটু মায়া মিশিয়ে বেঁধে দিলে আমাকেই।


আমিতো সেই পোকা, আগুনে ঝাঁপ দেই মরণ জেনে।
তুমি আলো হয়ে উদিত হও যথাযথ নিয়ম মেনে।
এই শহরের নিস্তব্ধতা খুঁজে ক্লান্ত।
যতোটুকু তুমি শান্ত, ততোটুকুই আমি উদভ্রান্ত।


জোনাকিরা ফিরে এসেছে
তোমার কাছ থেকে আলো ধার নিয়ে।
আমি চুপচাপ বসে সোনামুগ ক্ষেতে
হাজারো জোনাকির অপেক্ষাতে।
আজ আমি ভিজেই ফিরবো,
মৃদু জোছনার টিপটিপ বৃষ্টি আর
তোমার পাঠানো হলুদাভ আলোতে।


#জামশেদ
১৬ মাঘ, ১৪২৫ বাংলা।