উৎসবের কলরব শেষে রাতের শেষাংশে
বাতিগুলোকে একটু বেশি উজ্জ্বল মনে হয়।
আমার কিছু আসে যায়না-
আমি পৃথিবীর এমন অংশে থাকি সেখানে ইশ্বরের দৃষ্টিও পড়ে না।
আমি এমন আগুন দিয়ে জীবন পোড়াই যে আগুনে শুকনা পাতাও পুড়েনা।
নরককে আমি আগুন ধার দেই, ইশ্বর তাই আমার কাছে ঋণী।
আমি শুধু ছাড়খার করি এমন না, আমি ভুলের ক্ষমা দিতেও জানি।
তাই আমার নামে জান্নাতে একটি বাগান করো।
ইচ্ছে হলে কৃষক হয়ে বুকের জমিনে চাষ করো।
ফসল ঘরে উঠার আগেই মাজরা পোকাদের নিমন্ত্রণ দিয়ো।
অবশিষ্ট অখাদ্য চিটা ফসলে ভরে রাখবো গোলা।
খন্ড খন্ড কোন এক বিকেলে সব শষ্য বিছিয়ে দিয়ে,
আধশোয়া হয়ে হুক্কায় লম্বা সুখ নিয়ো।
আকাশের শেষ প্রান্তে ঈদের চাঁদে যদি আমার মুখ দেখো,
কনিষ্ঠ আঙ্গুলী উঁচু করে বলে দিয়ো, "ভালোবাসা মোবারক"।


#জামশেদ
পৌষের সাতাশতম রাত, ১৪২৫ বাংলা।