স্মৃতিরা আমাকে ডাকে দিবা-নিশি
চোখ বুজলেই চলে স্মৃতির খেলা
পাল্লা দিয়ে মন চলে বহুদুর
গলেতে আটকে যায় কালো পাথর মালা ।
একটা ধ্রুব-নীল পাখি আমায় বলে যায়
"এইতো আমি স্মৃতি"।
ক্লান্ত পথ আটকে যায় পায়ের তলে
এই তো আর একটু গেলেই মোর গন্থব্য
তবুও মনে হয় বহুদুরে
পথের দুধারে রয়েছে পড়ে  হাজারো স্মৃতি গ্রন্থ ।
হঠাৎ চাহিয়া দেখি রয়েছি আমি নীল দরিয়ার বুকে
মোর পাণে আসছে তেড়ে হাজারো স্মৃতি-শকুন
এক চিৎকারে যায় ঘুম ভেঙে
বুকের ভেতর দাউ দাউ করে জ্বলে ব্যথার আগুণ ।
আঁধারে ঝি ঝি আনন্দ উল্লাস করছে
স্মৃতিরা আমায় ডাকছে কাতর স্বরে
দুচোখ বেয়ে জল ঝড়ে টুপ টুপ করে
স্মৃতির শস্য ক্ষেত শস্য রঙিন হয়ে যায়
মুহূর্তের রঙে ।
সারা-ক্ষণ ব্যদনা মুখর স্মৃতির ডাক শুনে
কান আমার তব্দা হয়ে গেছে ।