ইতিহাস শুধু বীরের কাহিনী রেখেছে হৃদয় জুড়ে  
বীরত্ব তার যতই বড় হোক মৃত্যু নিয়েছে কেড়ে।
মৃত আত্মার তৃপ্তি টুকুই রয়েছে পাতার সুখে-
মানুষের কথা! মানুষের গাথা- মানুষের মুখে মুখে।


মানুষ কখনো অমর্ত্য নয়! অমরত্বের দাবি
তার টেকেনি কোনোদিনও, কর্মের ফলে চাবি  
অমৃত শুধু দেব ভোগ্যা- দেবত্বেরই দাবি।
  
অমৃত প্রেম তবু উজাগর! এই স্বাক্ষর লিখে রাখি-    
অমৃত! সে তো প্রেয়সীর ঠোঁটে জিভেই মাখামাখি!!