আশ্চর্য নীরবতায় রয়েছি ম্রিয়মাণ  
মেঘের ওপারে তুমি, মাঝে আমি
নিজের দুখের জন্য রয়েছি উন্মুখ
দু চোখে চেয়েছি তোমার ও মুখ…  
কাছে এলে-
অন্ধকারে ছায়া মাখা রহস্যের মাঝে
প্রাণের স্পন্দন-  
কিছুই স্পর্শ করে না আমায়
মৃগ তৃষ্ণায়—
       যখন তুমি কথা বল—কবিতায়-
না কি কোন পাহাড়ি ঝরনার স্বরে
ক্রন্দসী চিল ডানা ঝাপটায়
             ছিঁড়ে ফেলি বিবর্ণ মলাট
নিমগ্ন রাতের কাছে বন্ধ্যা মায়ায়  
নিজেকে তোমার চোখে দেখি—
          রয়েছি অগণ্য বিভূতি মাঝে।।