অরন্ধনের উৎসব হয়  
   লখিন্দর'কে হারালে
       আপসোস হয় অন্ধকারের  
          মোম’কে দিবসে পোড়ালে  
             অনুতাপ হয়- উলুর বনেতে  
                  মুক্তা’কে হেসে ছড়ালে  


                   দানবীর হয় সাইলক ভাই  
                ঋণের জালেতে জড়ালে
            একাচার হয়- কোথাকার জল  
        কোথায় কোথায় গড়ালে
     অপচয় হলে খুব দামি হয়-  
একদা ফেলনা বড়ালে…।।