(১)
বাদল সে তো নিজেও কাঁদে যখন কাঁদায় ভূমে
বাদল আমার দিব্বি লাগে গভীর ঘুমে এলে-
অঝোর ধারায় ঝরতে থাকে মনের আয়না জুড়ে
আমিই তখন ভিজতে থাকি আমার অন্তঃপুরে!


বাদল সে তো নিজেও নাচে যখন নাচায় হাওয়া-  
আমার কিন্তু দিব্বি লাগে হঠাৎ কাছে পাওয়া।
ঝম ঝমা ঝম ঝরছে যখন নূপুর বাজার সুরে-
আমিই যেন ফিরতে থাকি কোন সে অচিন পুরে!



(২)
মেঘ জমেছে পাহাড় চুড়ায়
খুশির খবর মাটির ধরায়।
ঝরছে যে মেঘ ঝর্না ধারায়
বসুন্ধরা মুক্তি কুড়ায়।


সাগর ছেঁচা জলের ধারা
ঝরছে বারি পাগল পারা।
তার দুষ্টুমি তো সৃষ্টি ছাড়া
মনের খবর লক্ষ্মী ছাড়া।


কাজল কালো মেঘের ভেলায়
বিজলী মাতে প্রেমের খেলায়।
বারির ধারা ঝরছে ধুলায়
গন্ধ সোঁদা সুবাস ছড়ায়।