(১) সূর্য বানাবো ভাবছি
     ************    
     রোজের কথা রোজই লিখছি, ক্ষয়ে যাওয়া চাঁদ রোজই দেখছি
     টিমটিমে জ্যোৎস্না! ঘুম চোখে চাঁদ ঢলে গেছে, বসে বসে ভাবছি
     ফাঁদ পেতে রাখি চাঁদ টাকে ধরি
     চাঁদোয়ায় শুয়ে মহাকাশ পাড়ি  
     শিশিরে আলো যেটুকু মেলে জমা কোরে কোরে সূর্য বানাবো ভাবছি!


(২) মানুষের রীতি
      ********
     আলেয়ার থেকে আলো মেলে যদি ভালবাসি তাকে নেই কোনো ক্ষতি
     গাঙ্গুড়ের জলে বেহুলা ভাসে, মনসা র বুকে জেগে লখিন্দরের স্মৃতি          
     এই নদী চলে কার আহ্বানে
     কোন অমৃত সাগরের পানে    
     অভিশাপ নয়! আশা বেঁচে থাকে সবাকার মনে এটা মানুষের রীতি।  


  (৩) সমঝোতা
       *******  
     যাযাবর জাতি ধেয়ে এলো যবে অসুরেরা করে পলায়ন
     যাযাবর তেজে ভূমিতল কাঁপে লেখা হয় প্রিয় রামায়ণ
     শত্রুতা লেখা হয় রাম আর রাবণে
     মিত্রতা দেখা পায় বুক চেরা পবনে
     রাম হলে মিতা রাবনের, লেখা হোতো সমঝোতা খতিয়ান।


(৪) অভিমান
     ******
     মেঘেদের দলে মেঘদুত এলে মরমিয়া প্রেম কার বুকে কথা বলে  
     আঙুলের টানে বাউলের তারে মেঠো সঙ্গীতে কোন মন্ত্রণা মেলে  
     মিলনের পরে রোদনের আগে
     কি যন্ত্রণা কার জঠরে জাগে  
     ফেলে দিয়ে এসে বুক ছেঁড়া ধন কোন অভিমান খুঁজে পেলে!


   (৫) প্রদূষণ
        *****
     আহ্নিক গতি কমে কমে আসে পৃথিবীর বুকে দিন বেড়ে আসে
     মহাকায় তারা মহাতেজ ছেড়ে লাল দানবের মতো একা বসে হাসে  
     সূর্য তো পুড়ছে দুরন্ত দহনে  
     ঝাপটা তো লাগছে পড়ন্ত গগনে  
     হিমালয় থেকে হিমবাহ খসে আকশ গঙ্গায় মেশে প্রদূষণ ফাঁসে।


   (৬) বিশ্বাস
        *****
      মতে মতে মিল নাই হতে পারে, হাতে হাতে কাজ করি            
      হাতুড়ি শাবল গাঁইতি চালাব পথে প্রান্তরে হাতে হাত ধরি          
      তোমার যে মত, নেই তাতে মতি                                    
      তাতে কি! এটাই দুনিয়া রীতি                                              
      তোমাকে ওড়াতে যোগাইব হাওয়া সব বিশ্বাস জড় করি।