ঝরনা যেমন পড়ছে ঝরে ঝর ঝর ঝর ঝরে
ঝর ঝরিয়ে বারির ধারা ঝরুক অমনি করে।
চোখের পাতায় কাঁপন লাগে আপনি আসে বুজে
মেঘ বালিকা অমনি এল শাওন হাওয়ার খোঁজে।


গুন গুন গুন গানের কলি গুঞ্জে অলি যত
কুঞ্জ ছায়ায় আবছায়া দিন গুমরে মরে তত।
হঠাৎ যখন বৃষ্টি এলো দৃষ্টি গেলো টুটে
ঝিল মিলিয়ে ঝরনা যেন নদীর কাছে ছুটে।


শন শন শন বইছে হাওয়া শ্যামলা মেয়ের মত
বারির ধারায় উছলে এলো গোপন স্মৃতি কত!
মনের ঘরের দুয়ার খুলি- হঠাৎ পাওয়া ছুটি
প্রানের যত আপন কথা হাওয়ায় লুটোপুটি।


ছল ছল ছল ছলকে পড়ে ছলাৎ নদীর জল
বাজলো বোধয় কালার বাঁশি চল যমুনায় চল।
রুন ঝুন কার পায়ের নুপুর বাজল মনের তারে
বৃষ্টি নাচন আজ সারা দিন সকল উঠোন জুড়ে।


কুল কুল কুল নদীর ধারা পাগল পারা প্রায়
কূল ছাপিয়ে ছুটল নদী সাগর মোহনায়।
শীর্ণ গাঙে জোয়ার এলো দুকূল ভেসে যায়
গোকুল জুড়ে কানহার পায়ে বৃষ্টি নেচে যায়।


ঝম ঝম ঝম বৃষ্টি এলো নিঝুম বরষায়
কাজল কালো মেঘ বালিকার মিষ্টি ভরসায়।
তার দুষ্টুমি তে মন্দ মধুর ঝড়ের আনা গোনা
বুকের ভেতর জলছবিটায় স্বপ্ন রঙিন বোনা।


খিল খিল খিল হাসির রেখা উঠল রে মন দুলে
আঁধার মেঘে বিজলি এল দুয়ার গেল খুলে।
অমনি যেন ঘরের মাঝে দমকা হাওয়ার খেলা
এই যেন সেই ইচ্ছে পূরণ আমার ছেলেবেলা।


ঝির ঝির ঝির বৃষ্টি রেখা ঝরছে কবিতায়
হৃদয় যেন ফল্গু ধারা- ধরছি সবি তায়।
আনকো আলোয় বর্ষা ধারা আলতো ছুঁয়ে দিই
ওই যে আমার একলা মনের একলা খেলার সই।