বুকের খাঁচায় মানুষ পোষা
                   বড্ড ঝুঁকির কাজ—    
ভাল্লাগেনা; ও খুকী তুই আসিস না কো আজ
আজকে আমি ধুলো হবো, একটুখানি উলো ঝুলো
ছন্নছাড়া সন্ন্যাসী বা ব্যাকুল বাউল ভুলো হবো
যত্ন করে সাজিয়ে রাখার ধার ধারি না আজ
বুকের খাঁচায় মানুষ পোষা
                    বড্ড ঝুঁকির কাজ—।


জঙ ধরা এই হৃদয় পুরে ঝঞ্ঝা নামুক
                     হানুক না হয় বাজ
ভাল্লাগেনা; ও খুকী তুই আসিস না কো আজ
সমান্তরাল নদীর মতো ক্ষুব্ধ পাথাল গতির মতো
হঠাৎ করে জুটিয়ে ফেলে ঘূর্ণি ধারা ক্ষত  
হারিয়ে ফেলি কুড়িয়ে পাওয়া আবর্জনা সাজ  
বুকের খাঁচায় মানুষ পোষা
                    বড্ড ঝুঁকির কাজ—।


জানিস তো তুই- এই অবেলায়  
                    অলক্ষুণে আমার কত কাজ
ভাল্লাগেনা; ও খুকী তুই আসিস না কো আজ
এই বিদিশা অন্ধকারে সকল দ্বিধা দ্বন্দ্ব ভারে  
দাঁড়াই একা নিঃস্ব এবং নিঃসঙ্গতার বন্ধ দ্বারে
কণ্টকিত স্বর্ণ বিভা মাথায় পরি তাজ
বুকের খাঁচায় মানুষ পোষা
                    বড্ড ঝুঁকির কাজ—।।  
-------------------------------------------
কৃতজ্ঞতা স্বীকার: কবি সুকান্ত পালের কবিতা "কাগজের নৌকা'র" একটি লাইন "বুকের খাঁচায় মানুষ পোষা যে বড্ড ঝুঁকির!" অনুপ্রেরনায় এই কবিতা