প্রতিবেশী চোখে ঘুম নেই আজ কারও
স্বরচিত এই নিঝুম অন্ধকার
                      গিলে খায় নাগপাশে
অদ্ভুত ভয় ধরে আমাদেরই প্রশ্বাসে।  
হাওয়াটুকু বয়ে গেলে- এ গলি ও গলি পার
সেঁকে নিতে আসে হাত
                       বারুদের হাতিয়ার
চকমকি খোঁজে লাশেদের আশে পাশে।


এখানে নীরবে স্বনিত শোণিত নদী
তির তির বহে ধীরে  
এখানে ফাগুন শীত ঘুম অবসানে
               আসে শিকড়ের বুক চিরে।  
অপঘাতে মরে স্বপ্নের তৃণ দল
চারাগাছ তবু মহীরুহ হতে চায়
চাওয়া-পাওয়া গুলো মিলে গেলে সমাধান—
কাপ ও ঠোঁটের মাঝখানে শুয়ে  
                         সীমাহীন ব্যবধান।।