এই বেশ পদাতিক আমি
      নক্ষত্র নদীর গহ্বরে জোনাকির মত  
        ক্ষয়িষ্ণু রাতের কাছে একা হই –
             একাকি স্বপ্নের কাছে –  
              হিমেল শরীর মেলে
              নিরক্ত নদীর বুকে
             মুখ গুঁজে অনেকক্ষণ
        অনেক কাল অনেক বৃষ্টি চেয়েছি –
               তুমি ভালবাসলে –
        আমি নিজেও বৃষ্টি হতে চাইতাম।


            এই বেশ পদাতিক আমি
              শ্যামলী গাই এর মত
              সোনালী ধানের মত
               কমলি লতার মত
অবধান নিবিড় কমনীয় ব্যাবর্ত হৃদয় ছোঁয়াচে –    
    নিজস্ব বুকের ওপরে হেঁটেছি অনেকক্ষণ।  
          সমস্ত স্থবিরতা ঝেড়ে ফেলে –
            ব্যাকুলা বিহগ হতে পার!
              পার না কি অনুক্ষণ!


দোহাই তোমার —
ফিরে দাও আচমন কথোপকথন।