বিদিশা –
তোমার ছুটি নেই –
দূরের কাছ হতে দূরে সরে যাও
ঝাউ এর সারির পাশে
একা হতে হতে—
আহত পাখির মত নত ঘুমে
অবিরত প্রলয় প্রণয়।



বিদিশা –
তোমার ছুটি নেই –
বসে কেন জানালার পাশে- আনমনে!
তোমার তো শরীর খারাপ করতে নেই-
বিদিশা –
জান না --!
তোমার যে ছুটি নেই !!



বিদিশা –
ধর হাত, ফিরে যাই গভীর অরণ্যে-  
চড়ুইভাতির মত সাজানো আকাশ!
এলাচের ঘ্রাণ – ছেঁড়া জোব্বায় -
ক্ষণ জীব স্থায়ী বিছানায়
সেই প্রথম পরিচয় —
তারপর — জান না --!
তোমার আর কোন ছুটি নেই –!!