কে যে হলো ছাই, দেবতা বালাই
                  এতটুকু নেই যো
সারাক্ষণ খাড়া নিদারুণ তাড়া
দিয়ে যায় পিছে খো!
কত কি ডিমান্ড! চাহিদা অশেষ
                 আবদার অনুযোগ
যত পায় তত চায়, চাহিদা বাড়ে
এন্তার অভিযোগ!  
দলে দলে আসে, পালে পালে আসে
                  সন্ধ্যা সকাল ভোর
উপহারে দেয় চাল কলা ঘি মুরগি মাটন
আমি যেন ঘুসখোর!  


নাওয়া খাওয়া নেই, চোখে ঘুম নেই
                 সারাদিন খোলা দ্বার
জনতার ভিড়ে উচাটন মীড়ে
এ জীবন ছারখার
মাথা কুটি আমি দেওয়ালে দেওয়ালে
                 ওয়ালে আমার ছবি
আমার নামে’তে মানুষ মারিলে    
অপরাধ মোর সবই
ত্যাজিব জাহান, ত্যাজিব জীবন
                 আর নয় দেব’গিরি
সুবিশাল চাপে কোন জীবনের পাপে
হলো যে এমন ছিরি!!