এখন আমি বন্দী বিহগ কবি    
আকাশ দেখি, বাতাসও পাই
ভয় পেয়ে যাই উড়ান দিতে  
অনির্দেশ্য নীল আকাশে  
              আকাশ ভালোবেসে—
তার চে বরং—
নিশ্চয়তার ছাদ বাগানে একলা বসি
রৌদ্র পোহাই, আদর মাখি গায়ে
আমার পালক জুড়ে জেল্লা সুখের  
                    সোনার শিকল পায়ে—
উপচে পড়া সোহাগ রাশি রাশি
এখন আমি—
আকাশ কে নয়; খাঁচার প্রেমে মন উচাটন
তাকেই যেন বড্ড ভালোবাসি—।।