ইচ্ছে ছিল আমার মনেও উড়ান দেব মেলে-
অস্ত রাগে আকাশ জুড়ে আবির দেব ঢেলে।
জোছনা রাগে ভরব সাজি, তারাও রবে জ্বলে-  
মন খারাপের মেঘলা আকাশ রইব আমি ভুলে।  


ইচ্ছে হল পানসি তরি হৃদের গহীন জলে-
মরাল হয়ে আমার পরান তারই পেছন চলে।  
বাক্যে কথায় অনেক কিছুই তোমরা দিলে বলে-
আপস করেই ইচ্ছে পুষি পায়ের তলায় দলে।


ইচ্ছে গুলো জমিয়ে রেখে বুকের গোপন তলে-  
বীজের মতোই ছড়িয়ে দেব চাষের জমিন পেলে।  
মনের সুখে কাঁদব যেদিন ভাসব চোখের জলে-
ইচ্ছে ফসল উঠবে ঘরে সোনার মতই ফলে।