যে কবিতা লিখব বলে-  
   ছন্নছাড়া কলম ধরা
      সে কবিতা ধুঁকছে কোথাও  
         খাতায় আমার অকাল খরা।  
             এখন শুধু কষ্ট লিখি, নষ্ট লিখি
          হয়ত কিছু ভ্রষ্ট লিখি  
     স্পষ্ট লেখার সাহস কই!
বাতুল করা ভাবনা এলে
     ব্যাকুল করা কান্না পেলে
           খিল দিয়ে দোর আটকে দিই।    


গুমরে কাঁদি, ডুকরে কাঁদি
      কাঁদলে কিছু শ্রান্ত হই  
           ভাবনা ভাবি, ভাবতে থাকি  
                দুর্ভাবনায় ভ্রান্ত হই।  
            ভ্রান্ত হৃদয়, ক্লান্ত হৃদয়
       যন্ত্রণাতে বিদ্ধ হই  
আবার কাঁদি, ক্রন্দনেতে
      হয়ত খানিক ঋদ্ধ হই  
           মনস্তাপের লাঞ্ছনাতে  
                  দ্বন্দ্ব দ্বিধায় দগ্ধ হই।

দহন জ্বালায় বিন্দু রুধির  
     কঠিন- জমে পাথর হয়  
           সেই পাথরেই ক্ষুব্ধ লহর
                পাথার এসে ক্ষান্ত হয়
           ক্ষান্ত পাথার- শান্ত নয়  
      ক্ষুব্ধ কথার জন্ম দেয়  
সহজ কথা সহজ বলা
       আজও তেমন সহজ নয়
             বুকের মধ্যে গুমরে ওঠে
                   কেমন যেন জারজ ভয়।।