জীবনের নাম অংক কষা
                     ভাগাভাগি একশেষ—
ভাগফল তার থাক বা না থাক
                      ইতিহাসে ভাগশেষ!


মেলানো'র যত চেষ্টা কর
                      জটিলতা তত বাড়ে—
হৃদয়ের দ্বারে মরচে ধরে
                      অভিমানী স্মৃতি ভারে।  


পরিবেশ গুলো বদলাতে থাকে  
                      পরিস্থিতিও তাই—
কাটাকুটি শত অংক কষায়
                       সুস্থিতি হেথা নাই!


শূন্য তে শুধু শূন্যতা রবে  
                       গুণ্য যদি সে হয়—
শূন্য আবার অসীমতা দেবে
                       ভাজক যদি বা হয়।


ভাজকের মান শূন্য যখন
                      ভাগাভাগি নাই তায়—
তুমি আর আমি মিলেমিশে এক
                      ভেদাভেদ বোঝা দায়।।