আলো বলেছিল কালো'কে ছুঁইবে  
                   ছুঁইতে এখনো পারেনি
কালোও চেয়েছে আলো'কে ছুঁইতে
ছুঁইতে কখনো পারে'নি


নদী বলেছিল তীর ছুঁয়ে রবে  
                 রইতে এখনো শেখে'নি  
তীর ভেবেছিল রুখবে নদী'কে  
নদী সে রুখতে দেয়নি


হাওয়া জমেছিল বুকের ভেতরে  
                 বিশ্বাস হতে পারে'নি
নিঃশ্বাস হয়ে ঝরেছে নীরবে
প্রশ্বাস হয়ে ফেরে'নি


আকাশের কাছে দাবি ছিল বেশি
                 দাবি সে মানতে পারে'নি
মুখ ভার করে কেঁদেছিল মেঘে
ব্যথা সে বোঝাতে পারে'নি


বৃক্ষেরা ছিল সুমহান তবু
                 ছায়া এনে দিতে পারে'নি
সূর্যের সাথে রেষারেষি হল
আশা তবু তারা ছাড়ে'নি


প্রাণ ভরে দেবে বলেও সূর্য
                 প্রশান্তি দিতে পারে'নি
চন্দ্রিমা দিলো শান্তির ধারা  
সূর্যের ধার মানে'নি  


ভালবাসা ছিল সবার ওপরে
                 হিংসা রুখতে পারে'নি
হিংসাও হল কুটিল ভীষণ
তবু সে জিততে পারে'নি


অমৃত ছিল নিমিত্ত প্রায়
                  সকলের ভাগে পড়ে'নি
গরলের ছিল আমিত্ব তেজ
নীলকণ্ঠ হাল ছাড়েনি


আগুন সে এসে সভ্যতা দিলো
                   সভ্য করতে পারে'নি
অনল দহনে সভ্যতা তাই
কখনোই মাফ করে'নি…।।