কিপটে হওয়ার ইচ্ছে তো হয় খুব          
শব্দ যে সব খরচ করার নয়  
সেই আধুলি চোরাগলি নির্নিমেষে চুপ
পড়ে পাওয়া কানা কড়ি- সম্ভাবনাময়।    


এমন তো নয় এসব যখের ধন  
ছড়িয়ে সবই এদিক ওদিক পানে-
তবুও কেন আটকে রাখার ধনুক ভাঙা পণ
বাঁধ দিতে চায় স্রোতস্বিনীর টানে—!


এই অনটন চিরকালীন কুলীন করে আমায়
ভাসিয়ে নিলো নিরুদ্দেশে যেথায় চক্রবাল  
এই যে এত নষ্ট লিখি- কেউ যদি না থামায়
কিপটে আমিই সস্তা ধনী এমনি সমান্তরাল…