লাগলে হাওয়া ডানায় ডানায়
ওই পাখী’টা উড়েই পালায়    
নীল আকাশের সুখে
দৃষ্টি ছুঁয়ে মেঘের কানায়
তার বিরহে শ্রাবণ ঘনায়  
মা পাখী’টার বুকে।


রঙ ছড়ালে রামধনুটায়
ওই পাখী’টা রঙ মাখে হায়  
শীর্ষ ছোঁয়ার সুখে
নিঃস্ব সে হায় ঝাপসা ছায়ায়    
অমানিশা আঁধার ঘনায়  
মা পাখী’টার বুকে।  


চঞ্চুতে জয় বিশ্ব বিজয়
ওই পাখী’টা মত্ত সুজয়  
হাস্য মুখর সুখে  
লগ্নতে হায় ছিন্ন হিয়ায়
কান্না ঝরে শ্রান্ত মায়ায়    
মা পাখী’টার বুকে।।