সেই কবে সেই শুনিয়ে ছিলেন চণ্ডীদাস সাঁই
“সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”
গঙ্গাতে ঢের জল বয়ে যায় তারপরে আজও ভাই      
বিভেদের বিষে কলুষিত হৃদে মানুষের ঠাঁই নাই—
                                           মানুষের ঠাঁই নাই।।