রৌদ্র সোনা বিচ্ছু পাজী    
             ভীষণ জেদি ছেলে
এই গরমে হাসছে কেমন  
দাঁতকপাটি মেলে!
ঘাম হয় না! ঘামাচি না!
            ফোস্কা চাকা চাকা!
একগুঁয়েমির একশ যেন  
এঁচোড়ে খুব পাকা!    


একটু না হয় রাগ হয়েছে
              একটু অভিমান—
তাই বলে কি এমনি করে
পোড়াতে হয় প্রাণ!
গুরু মশাই বকে না কি!
             মা বলে না কিচ্ছু!  
বাবাও কি সব সহ্য করে
এমনতর বিচ্ছু!


মেঘ মেয়েটাও তেমনি ধারা
             পাজী এবং মিচকে
এমনি দেখো- বছরভোরই
খুব কাঁদুনে ছিঁচকে
কিন্তু এখন চুপটি বসে
             লুটছে মজা খুব
তাল পুকুরে ঠিক যেমনই
পানকৌড়ির ডুব!  


যতই সাধো বায়না করো  
             কান্না ঝরাও— মাণিক  
ততোই বলে মুচকি হেসে  
সবুর করো খানিক!
ভাল্লাগেনা! আর কতদিন
             এমনি রবে শুনি!
মেঘের চোখে অশ্রু কণা
কেউ কি দেবে বুনি!!