দৃষ্টির থেকে দূরে যাবে যত
                 যত যাবে সরে সরে
গ্রন্থিতে তত জড়তার ভয়
আঁধার ঘনাবে ঘরে
পৃথিবীতে রোজ তারা ঝরে পড়ে
                  সোহাগের বন্ধনে
ব্যাকুলিত প্রাণ তবু ধেয়ে চলে  
আলোকের সন্ধানে-  


আলোকের গ্রাসে পালকের পাখা  
                  পিপিলিকা হতে চাই
কুয়াশায় মোড়া পিপাশার নেশা
জ্বলে পুড়ে সব ছাই  
দূরত্ব- সে তো দূর কিছু নয়  
                  বৃত্ত’তে দিই ল্যাপ  
মনে রেখো শুধু একটি লাইন  
মাইন্ড দ্য গ্যাপ—
মাইন্ড দ্য গ্যাপ!!  


=================================