বাংলার বুকে বাংলার মুখে- গাহি বাঙালী র জয়গান-  
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।
নির্ভীক বুকে উজ্জ্বল মুখে নির্ঘোষ বানী সত্যের প্রণিধান-    
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।


বিপদের দিনে বুক পেতে তিনি রুখে দেন ঝড় আগুয়ান-
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।
প্রিয়তম দেশে হানাদারি সেনা! স্বাধীনতা অভিযান-  
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।


উদ্বেল বানী কণ্ঠের তেজে কাঁপে দেশ মৃত্তিকা আসমান-
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।
শপথের পথে বিজয়ের রথে অজেয় পৌরুষ গুণগান-  
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।


স্থির প্রাজ্ঞ উন্নত শীর চিত্রিত চোখে দিবাকর উদয়ন-  
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।
মন্দ্রিত স্বরে ভাস্বর জাতি উড্ডীন ধ্বজা উদ্বেল মহীয়ান  
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।


সুকোমল হিয়া সুদৃঢ় বাহু- বন্দিত তাহে বঙ্গের জনগণ-  
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।
নিশাকর ভালে সমাহিত ধীর বীরের মরণ বরণ-  
দৃপ্ত হৃদয়ে মুক্তি চেতনে জাগ্রত তিনি মুজিবুর রহমান।