যন্ত্রণাদের নাম রেখেছি উপক্রমণিকা
                                          আর---
ভালবাসার নাম প্রস্তাবনা রাখতে গিয়ে দেখলাম
পূর্বরাগ দীর্ঘশ্বাস নিয়ে তাকিয়ে আছে-  
দীর্ঘশ্বাসের নাম সহাবস্থান রাখতেই
                       দাম্পত্য ভেঙ্গে পড়ল কান্নায়
কান্নার নাম- কি রাখবো, কি রাখবো
ভাবতে ভাবতে-
                  নাম রাখলাম- ঝর্না  
দাম্পত্যের আর নামকরণ হলো না
সেই থোড় বড়ি খাড়া;  


                              বুঝলাম—
অভিধানেরও নামকরণের প্রয়োজনীয়তা-  
অস্থিরতা রাখতেই
                   তেড়ে এলো চিল চিৎকারে
তার নাম রাখলাম ঐকতান
অমনিই কেমন মোলায়েম ও মসৃণ হয়ে এলো  
এখন আর ঝগড়াঝাঁটি হয় না
                ওই একটু অভিমান হয়তো বা
তাই অভিমানের নাম রাখলাম
                                      অভিরুচি
আর ব্যবচ্ছেদ কে আলোচনার টেবিলে নামিয়ে এনে
নাম রাখলাম সামাজিকতা
পাশ ফিরে শোয়ার নাম সহাবস্থান হতেই পারতো
তবে দীর্ঘশ্বাসের ভেটো প্রয়োগে
                         নাম রাখতে হল পরিমার্জন    
মার্জনার অবকাশ রইল না কোন…
এখন সব কিছু সয়ে গেছে আমাদের  
সহনশীলতার নাম রাখলাম—
                                    প্রভঞ্জন
বাঁধ ভাঙবার সাধ থাকলেও সাধ্য হবে না ওর…।।