বেনী মাধব – বেনী মাধব
আর যাবনা তোমার বাড়ি।
এবার পূজোয় শিলং যাব
তুমি একা একলা হয়ে —
কষ্ট করে নষ্ট নীড়ে থেকো।
বেনী মাধব – বেনী মাধব
এখন থেকে আমায় ভুলে থেকো।


বেনী মাধব – বেনী মাধব
আর যাবনা তোমার বাড়ি।
এবার পুজোয় মা দিয়েছে
কাঞ্চিভরম – ঢাকাই শাড়ী
জামদানি – তাঁত আর বালুচরি।
আর তুমি –
সিফন সুতোয় ঢেউ খেলানো কল্কে পাড়ি।
বেনী মাধব – বেনী মাধব
আর যাবনা তোমার বাড়ি।


আসছে বছর ফাগুন মাসে
তখন আমি দূর প্রবাসে
গুলমোহরের ছায়ায়
একটু তুমি সামলে থেকো
তোমার চোখে এমন জল কি মানায়!
তোমার স্বপ্ন গুলো সামলে রেখো
যত্ন করে নিভৃত বুকে
পারলে থেকো অযুত সুখে
নূতন রাধা নিয়ে—
আমি কূলের বাঁধে বাঁধা
কেমনে ভাঙি কূলের বাধা
বেনী মাধব – বেনী মাধব
আর হবনা পুতুল খেলার রাধা!!


**************************************
পুরানো ডাইরি থেকে চতুর্থ কবিতা, রচনা কালঃ ১১/০২/২০০৩