সুদীর্ঘ অতীতে রয়েছি- সখী
নতুন কি সুর এনে দেবে—
                              প্রেমে!


সুদীর্ঘ অতীত হতে ক্ষয় পেতে থাকে
               ভালবাসার কাঙালীপনা—  
ইতিহাস-কিংবদন্তী হাত ধরে এগোয়
মরমী প্রেমের কবিতা—
দু- বাহুর মাঝে- ডানা মেলে  
                    যেন “ক্রন্দসী চিল”  
আমিষ তৃষ্ণা রয়েছে ঠোঁটে- সখী
নতুন কি অনুভূতি এনে দেবে –
                               চুম্বনে!


অজর কামনা কাম লেগে থাকে সর্বাঙ্গে
                     শালীনতা ক্ষমা করো
সুদীর্ঘ অতীত হতে একাঙ্গে রয়েছি- সখী
নতুন কি শিহরন এনে দেবে—
                                    সঙ্গমে!!