কাশির দমক আসলো যখন-
                 পড়ল মাথায়  বাজ।  
চোদ্দ গুষ্ঠি দৌড়ে এল-
                 ছড়িয়ে সকল কাজ।


হাজার হাজার প্রশ্ন তাদের-
                জবাব কোথায় পাই!
জবাব দিলেও মিলবে কি ছাড়-
                  নিশ্চয়তা নাই।


টোটকা তাবিজ ওষুধ পত্তর-
                  নিদান হরেক রকম।  
গিন্নি বসে করছে প্রলাপ-
                  বকছে বকম বকম।  


যতই বলি মিনসে তোমায়-
                 শুনবে না তো কথা।
ঘুরলে কতই বাজার হাটায়-  
                  খাচ্ছ আমার মাথা।    


চিল্লে হেঁকে আদেশ দিলে-    
                 চিলে ঘরেই শুয়ে থাকো।    
কোয়ারেন্টাইন চোদ্দটা দিন-  
                 একলাই তুমি ভোগো।