আমার ভেতরেও কথা বলে
         প্রাকৃত সারস–
পৃথিবীর বুকের থেকে সরে যায়
         অনিঃশেষ সময়।
তারপরও জেগে থাকে সিঁদুরে মেঘ
        লাল অন্ধকারে।
অনেক জোছনা এসে স্থবিরতা সর্বত্র ছড়াল
        প্রান্তিক মোহে।
বিজন বাগানে ফেলে আসা মৃত্যু
       সত্তায় লীন।
এখন জোয়ারে ভরেছে মন-
       ভালবাসা অঙ্গন।
সে যেন ডেকে যায় ভালবেসে
         ডেকে যায় কঙ্কণ।
এখন বিতানে ছেয়েছে মন
         ভ্রমর গুঞ্জরন।


আমার ভেতরেও কথা বলে
          প্রাকৃত সারস –
আবিল চোখ গুলোয় ছানি পড়ে যায়
ঘসা কাঁচ থাকে প্রগতির চোখে
শুধু যেন দৃক্‌পাতে পেয়ে যাই
          প্রিয় তম বন্ধুর মুখ—
নিঃসঙ্গ জানালার পাশে।
স্মরণীয় গান নয়, প্রান ঢেলে ক্ষয় হতে থাকি-
অবিরত পাড় ভেঙে নদী ঢুকে যায়
            বুকের ভেতরে।
আমি একা, তুমি থাক তেপান্তরের পারে।
কাজল কান্না যদি থাকে কোন চোখে
আঁচলে আড়াল কভু কোরোনা
          এই তো প্রথম প্রীতি—
এরপর রব অবিরত উন্মনা।


আমার ভেতরেও কথা বলে
          প্রাকৃত সারস –
অগণিত তারা ঝরে আলোকে
আমি কান পেতে থাকি বিকেলের গানে
তুমি এলে মজে থাকি
         জুঁই শিউলির ঘ্রাণে।।