তুমি আর আমি মিলে
আকাশের নীলে নীলে
মেঘেদের তুলি নিয়ে
কোকিলের বুলি দিয়ে
আসমানি ভাল বাসা
রূপে গুনে বড় খাসা
ভেঙে-গড়ে ভরে তুলব
মিলনের সুর দোঁহে গাইবো।    



তুমি আর আমি মিলে
ভাবনার ডানা মেলে
সবুজের স্মৃতি নিয়ে
রোদ মাখা প্রীতি দিয়ে
সুধা ভরে কাছে এসে
চোখে চোখে ভালবেসে
ঝুলনায় দোঁহে ঝুলব
শপথের মালা বসে বুনব।  



তুমি আর আমি মিলে
স্বপনের মায়া জালে
ছোঁয়া ছুঁয়ি খেলা নিয়ে
পরশন প্রেম দিয়ে
চিত চোর হাসি হেসে
কাছা কাছি পাশে বসে
সুরে সুরে যূথী বনে মিলব
জীবনের জট যত খুলবো।
_______________________________________
এই লেখা টির প্রথম স্তবক প্রিয় কবি রীনা দির কবিতা "তুমি আর আমি মিলে" এর মন্তব্য লিখেছিল। তাই এই লেখা টি প্রিয় দিদি কে উৎসর্গ করলাম।