বাক্যের ভুল নয়-
ভালবাসি শব্দটাই একটা জীবন্ত নষ্টামি।
একটা সম্পর্কের যেখানে শুরু ও যেখানে শেষ-
তার মাঝে অনেক কমা- ড্যাশ- রেফ- র- এর ফুটকি।
যতদিন ভালবাসা থাকে বুকের মধ্যে-
ততদিন ভালবাসা অবিচ্ছিন্ন সরলরেখা।
ভালবাসা কে যখন তালু র ওপর রাখলাম-
প্রতিটি অক্ষরের পরেই দেখেছি গভীর পূর্ণচ্ছেদ।


একটা সম্পর্ক যখন তুমি থেকে আপনি হয়ে যায়-
ঠিক যে ভাবে মেয়ে থেকে মেয়েমানুষ হয়ে যায় মহার্ঘ নারী—
ভালবাসার ও তেমনি বার বার স্বেচ্ছা ধর্ষণের পরে
ভালবাসার ঝলমলে মুখে নিভন্ত দিনের ছায়া পড়ো পড়ো।
অথচ, প্রথম কাউকে ভালবাসলে প্রথম ভালবাসা হয় নিজেকেই-
ঘৃণা নয়- ধিক্কার নয়- বিশুদ্ধ ভালবাসা।।