উড়ে যাও তুমি মুক্ত বিহগ
                পিঞ্জর খুলে রাখলাম
গ্রন্থি'কে ছুঁয়ে ভ্রান্তি'কে সয়ে  
শ্রান্তি'কে ভুলে থাকলাম    
আবেগে'রা এসে রুখে দিলে পথ  
               অন্তরে দীপ জ্বাললাম
আলেয়া আলোকে অলীক প্রকাশে
আমার আমি'কে জানলাম।  


রোদ ঝরা দিনে ফাগুন আবেশে  
             আগুন পলাশে রাঙলাম  
বলব না কিছু, চুপ কথা আমি
মুগ্ধতা'টুকু রাখলাম
নীড় খুঁজে পেতে আকাশের কাছে
             ঠিকানা আমার মানলাম
বহতা নদীর তীর হয়ে ভূমি
           আমার আমি'কে ভাঙলাম।।