খেয়াল-বশে স্রষ্টা যেদিন সৃষ্টি দিলেন ফেঁদে
অলক্ষ্যে'তে ভাগ্যদেবী ডুকরে ওঠেন কেঁদে!  
ওই মোটে সেই ছয়টি দিনে অমল মজার ছলে  
বিশ্ব-ভুবন গড়লে তিনি মনমাধুরী ঢেলে।  


লক্ষকোটি অযুত তারা গ্রহ’য় ভুবন ভরা—
নিযুত প্রাণের সম্ভারে’তে সাজিয়ে দিলেন ধরা।      
সৃষ্টি শেষে স্রষ্টা ভাবেন নিদ্রা দেবেন টেঁসে  
কিন্তু কে বা জানত- তিনি নিজেই যাবেন ফেঁসে!  


এমনিতে সব ঠিকই ছিল, ষষ্ট দিনের পরে
আতান্তরে পড়েন তিনি মানুষ সৃষ্টি করে।  
মস্ত পাকা দু-পেয়ে জীব বুদ্ধি ফলের জোরে
ধরা’কে সে সরা ভাবে অহমিকার ঘোরে!



তবে, তিনি দয়াল প্রভু- মাফ করে দেন ভুল  
কিন্তু গেছো মানুষ দিল নিত্য নতুন গুল!    
স্রষ্টা ভাবেন ভুলিয়ে দেবেন বুলিয়ে মাথায় হাত
এক চালেতেই মনুষ্য’কে করবে কুপোকাত।
  


যেই ভাবা সেই কর্ম শুরু ভুল-ভুলাইয়া ভাই  
কর্ম ভারে ঘর্ম ঝরে স্রষ্টা তোলেন হাই
ব্যস্ত ভীষণ ধস্ত হয়ে মাথায় রাখেন হাত
ভুলেই গেলেন স্রষ্টা তিনি, সৃষ্টি সে বরবাদ।।