একদিনতো ছোটবেলায় সারা বিকেল খেলে
সন্ধ্যা বেলা পড়তে বসি পড়াশুনোর ঠেলে।
ইংরেজি আর অঙ্ক কসে ইতিহাসে খুলে
জোরে জোরে পড়তে থাকি বেদম হেলে দুলে।
একদিন এক রাজা মশাই বনে গিয়েছিল
বনের মাঝে হরিণী এক মায়া সঞ্চারিল।
হায় হায় হায় ঘুম আসে যে তবু জোরে জোরে
পড়তে থাকা ঢুলে ঢুলে চললো ঘুমের ঘোরে।
এ্যঁ.......রা আআআ  জা আআআআআআ
এ্যঁ....রা আআ জা আআ উঁহুঁ !! হরিন রাজা!!
এ্যঁ ... ..রা আআআ জা আই ম অঅ শা আআই
এ্যঁ ....রাজা মশাই...হা..ই...মাঠে গো..ল খা..ই।
হঠাত খেলাম এক ঠোক্কর মাটির উঠোন পানে
হায়রে রাজা এত রাজা কি করে এখানে??
মা বললে নেরে বাবু চোখে জল ছিটোনো
ঢুলে ঢুলে লেখাপড়া যায় কি রে কক্ষোনো??