হাসলে পরেই দাঁত খিঁচিয়ে
             বকছো কেনে ওরে
জানোনা কি হাসলে পরেই
              সুখ আসবে দোরে ৷


এমনি সবার মুখের গঠন
           যেমন তেমন হলো
একটু খানি হাসলে কেমন
           চন্দ্রবদন বলো ৷


দুঃখ ব্যথা ভোলায় হাসি
          অসময়ের সাথী
হাসির দ্বারাই পরষ্পরের
          মিলন মালা গাঁথি ৷


দুশ্চিন্তার অন্তরে দেয়
           সাময়িকের মুক্তি
হাসি রোগের বিনাশ কারক
           চিকিত্‌সকের যুক্তি ৷


এমনি অনেক বলব যদি
        হাসতে হাসতে শোনো
গোমড়া মুখো হয়েরে ভাই
        থেকোনা কক্ষনো ৷