সকাল হতে
বৃষ্টি ঝরে
জলের স্রোতে
পুকুর ভরে ৷


প্যাচ প্যাচ
ইঁটের ফাঁকে
ক্যাচ ম্যাচ
ছেলের ঝাঁকে ৷


বড়শি নাচায়
ধরছে শোল
বৃষ্টি বাড়ায়
খুলছে বোল ৷


পূজো পার্বণ
হোল সারা
ঝড়ের নাচন
বাঁধন হারা ৷


বাইরে বারণ
আসা যাওয়া
আরাম কারণ
চা চপ খাওয়া৷


ধান'রা ঝড়ে
শক্তি ক্ষয়ে
শুয়েই পড়ে
লম্বা হয়ে ৷


নিম্নচাপের
লজ্জা নাই
বড়মাপের
কশাই তাই ৷